বুধবার (২২ মে) পাঠানো চিঠিতে শতবর্ষী বাণিজ্য সংগঠনের পুনর্নির্বাচিত এ সভাপতি বলেন, দেশের বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ থেকে আমদানি করা নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সারাদেশে সরবরাহ করা হয়ে থাকে। খাতুনগঞ্জের ব্যবসায়ীরা দেশের ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে চলেছে।
এ যানজটের অন্যতম কারণ হচ্ছে এলাকায় কোনো ট্রাক টার্মিনাল নেই। বর্তমান সরকারের সময়ে দেশের যে অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে, তার সঙ্গে সমন্বয় রেখে দেশের আমদানি-রপ্তানির প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে এ সময়ে উল্লেখিত এলাকায় টার্মিনাল নির্মাণ অপরিহার্য। ’
চাক্তাই-খাতুনগঞ্জের কাছাকাছি কর্ণফুলী নতুন ব্রিজ সংলগ্ন সরকারি অনেক খাসজমি পতিত আছে যেখানে টার্মিনাল নির্মাণ করে বর্ণিত সমস্যার সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন।
চাক্তাই-খাতুনগঞ্জ থেকে পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, কাভার্ডভ্যান ও মিনি ট্রাকগুলোর জন্য কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় সড়ক ও জনপথ বিভাগসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিস্তীর্ণ পরিত্যক্ত জায়গায় টার্মিনাল নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ভূমিমন্ত্রীর প্রতি অনুরোধ জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ২৩, ২০১৯
এআর/এসি/টিসি