কক্সসবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সহযোগিতায় পথ শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শনিবার (১ জুন) বিকেলে শহরের কবিতা চত্বর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করে স্বপ্নজাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, এই দেশ আমাদের সবার।
এসময় পুলিশ সুপার সব সময় এসব শিশুদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিন আবদুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, নোঙ্গর’র পরিচালক দিদারুল আলম রাশেদ, পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি, পৌর কাউন্সিলর নাসিমা আকতার বকুল এবং স্বপ্নজালের প্রতিষ্ঠাতা সভাপতি শাকির আলম।
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এসবি/এসআইএস