ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিডিএতে সেবা সপ্তাহ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
সিডিএতে সেবা সপ্তাহ উদ্বোধন বক্তব্য দেন সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ

চট্টগ্রাম: সেবা গ্রহিতাদের সহজে এবং দ্রুত সেবা দিতে সেবা সপ্তাহ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

মঙ্গলবার (২৫ জুন) সেবা সপ্তাহ আনু্ষ্ঠানিক উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ। এর আগে রবিবার (২৩ জুন) শুরু হওয়া সেবা সপ্তাহ চলবে বৃহস্পতিবার (২৭ জুন) পর্যন্ত।

সেবা সপ্তাহ শুরু করেছে সিডিএসেবা সপ্তাহ চলাকালে ভূমি ব্যবহার ছাড়পত্র, ভবন নির্মাণ অনুমোদনপত্র, সিডিএর প্লট-ফ্ল্যাটের নামজারি, হস্তান্তর, দানপত্র, পাওয়ার অব অ্যাটর্নী অনুমোদনসহ একাধিক সেবা মিলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ বলেন, সেবা গ্রহিতাদের সহজ এবং দ্রুততম সময়ে সেবা প্রদানই সিডিএর সেবা সপ্তাহ উদযাপনের মূল লক্ষ্য।

আশা করছি, সেবা গ্রহিতারা এখান থেকে লাভবান হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএ সচিব তাহেরা ফেরদৌস, বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ, হাসান মুরাদ বিপ্লব, প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, অথরাইজড কর্মকর্তা-১ প্রকৌশলী মনজুর হাসান, অথরাইজড কর্মকর্তা-২ প্রকৌশলী মোহাম্মদ শামীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ২৫, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।