মরিয়ম ইসলাম লিজা
চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম নারী সহকারী প্রক্টর হিসেবে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম লিজাকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৮ জুলাই) উপাচার্যের রুটিন দায়িত্ব থাকা অধ্যাপক ড. শিরীণ আখতার এক বছরের জন্য তাকে নিয়োগ দেন বলে বাংলানিউজকে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ।
কে এম নূর আহমেদ বলেন, আগে প্রীতিলতা হলের হাউজ টিউটরের দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম লিজাকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই সঙ্গে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এয়াকুবও সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১০
জেইউ/টিসি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।