ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সুষমা স্বরাজের জন্য শোকবই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
সুষমা স্বরাজের জন্য শোকবই

চট্টগ্রাম: ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজের অকাল মৃত্যুতে শোকবই খুলেছে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশন।

নগরের জাকির হোসেন সড়কের কার্যালয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে খোলা শোকবইয়ে শুক্রবার (৯ আগস্ট) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ১টা এবং বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ শোকগাথা নিবেদন ও স্বাক্ষর করতে পারবেন।

মঙ্গলবার (৬ আগস্ট) দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটে হার্ট অ্যাটাকে সুষমা স্বরাজের জীবনাবসান হয়।

সুষমার বয়স হয়েছিল ৬৭ বছর। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।