ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
আনোয়ারায় বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চট্টগ্রাম: পারিবারিক বিরোধের জেরে আনোয়ারায় বড় ভাইয়ের হামলায় নিহত হয়েছেন ছোটভাই।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বটতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাপাতলী গ্রামের কমল আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সালামত আলী। তিনি স্থানীয় সিদ্দিক আহমদের ছেলে।

জানা গেছে, টিউবওয়েলের পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপন নিয়ে বড় ভাই মো. আলীর পরিবারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাইয়ের পরিবারের সদস্যরা সালামতকে রড দিয়ে পিটিয়ে জখম করে। পরে সালামতের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, আনোয়ারা থেকে সালামত নামে গুরুতর আহত এক ব্যক্তিকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের পরিবারের সদস্যরা তাকে (সালামত) রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ ঘটনা মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
এমআর/টিসি

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।