ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জানমালের নিরাপত্তা নিশ্চিতে চেম্বার সভাপতির আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
জানমালের নিরাপত্তা নিশ্চিতে চেম্বার সভাপতির আহ্বান

চট্টগ্রাম: দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম ঈদুল আযহা উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, কোরবানীর পশুর হাটে এবং পরবর্তীতে ঈদোত্তর চামড়া ব্যবসায় প্রচুর পরিমাণ টাকা লেনদেন হবে। এ প্রেক্ষাপটে সর্বপ্রকার নৈরাজ্য রোধপূর্বক সর্বস্তরের ব্যবসায়ী ও জনগণের জানমালের নিরাপত্তার জন্য আইনশৃংখলা বাহিনী কর্তৃক কঠোর নিরাপত্তাবলয় তৈরি করা প্রয়োজন।

‘ঈদের আগে-পরে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিভিন্ন মার্কেট ও অফিস আদালত বন্ধ থাকবে বিধায় এই সময়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বহাল রাখা জরুরী’।

পাশাপাশি ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘব ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌ-পথে পর্যাপ্ত হাইওয়ে, রেলওয়ে পুলিশ এবং কোস্টগার্ড নিয়োজিত রাখার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম কোরবানী উপলক্ষে ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।