বুধবার (২১ আগস্ট) আদালত ওই অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান।
ঔষধ তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান বাংলানিউজকে বলেন, জিইসি মোড় সেন্ট্রাল প্লাজার নিচতলায় অভিযানে অননুমোদিত ওষুধ বিক্রিসহ একাধিক অপরাধে হক ফার্মেসিকে ১৫ হাজার, নিজামপুর ড্রাগসকে ৭ হাজার, মেডিসিন সপকে ১০ হাজার, সেন্ট্রাল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া প্রায় ৫০ হাজার টাকা দামের জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এসইউ/টিসি