ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সেন্ট্রাল প্লাজায় ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
সেন্ট্রাল প্লাজায় ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ! নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমার নেতৃত্বে অভিযানে ঔষধ তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান।

চট্টগ্রাম: নগরের জিইসি মোড় সেন্ট্রাল প্লাজায় অভিযান চালিয়ে অনুমোদনহীন, নকল ওষুধ বিক্রির অপরাধে চারটি ওষুধের দোকানের মালিককে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ আগস্ট) আদালত ওই অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদফতরের তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান।

ঔষধ তত্ত্বাবধায়ক হুসাইন মোহাম্মদ ইমরান বাংলানিউজকে বলেন, জিইসি মোড় সেন্ট্রাল প্লাজার নিচতলায় অভিযানে অননুমোদিত ওষুধ বিক্রিসহ একাধিক অপরাধে হক ফার্মেসিকে ১৫ হাজার, নিজামপুর ড্রাগসকে ৭ হাজার, মেডিসিন সপকে ১০ হাজার, সেন্ট্রাল ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া প্রায় ৫০ হাজার টাকা দামের জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯

এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।