ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে খুন

চট্টগ্রাম: রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর এলাকায় ছুরিকাঘাতে খুন হয়েছেন শেলী আক্তার (৪২) নামে এক প্রবাসীর স্ত্রী।

রোববার (০১ সেপ্টেম্বর) বিকেলে নিশ্চিন্তাপুর এলাকায় শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকোপার্ক সংলগ্ন পাহাড়ের পাশে এ ঘটনা ঘটে।

নিহত শেলী আক্তার ওই এলাকার মো. শাহ আলমের স্ত্রী।

শাহ আলম প্রবাসী বলে জানিয়েছে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, নিশ্চিন্তাপুর এলাকায় শেখ রাসেল অ্যাভিয়ারি অ্যান্ড ইকোপার্ক সংলগ্ন পাহাড়ের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন শেলী আক্তার নামে এক নারী।

শেলী আক্তার ওই এলাকার প্রবাসী মো. শাহ আলমের স্ত্রী।

শেলী আক্তারের গলায় ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান তিনি।

কেন বা কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।