ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফিনলে প্রপার্টিজের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
ফিনলে প্রপার্টিজের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ ফিনলে প্রপার্টিজের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদফতরের অভিযান

চট্টগ্রাম: নগরের কাতালগঞ্জ এলাকায় পাহাড় কেটে বহুতল আবাসিক ভবন তৈরি করছে ফিনলে প্রপার্টিজ লিমিটেড। সরজমিনে পরিদর্শনে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের বিরুদ্ধে পাহাড় কাটার প্রমাণও পেয়েছে পরিবেশ অধিদফতর।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযানে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদফতরের টিম।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ফিনলে প্রপার্টিজের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদফতরের অভিযানপাহাড় কাটার ঘটনায় ফিনলে প্রপার্টিজ লিমিটেডকে বুধবার (০৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানান অভিযানে অংশ নেওয়া পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা।

সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় ১৮ তলা ভবন নির্মাণের কাজ শুরু করেছে ফিনলে প্রপার্টিজ লিমিটেড।

তাদের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। বুধবার শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে পরিবেশ অধিদফতরের অভিযানের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের মহা-ব্যবস্থাপক আবদুল্লাহ নাসের।

ফিনলে প্রপার্টিজ লিমিটেড পাহাড় কাটার সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন আবদুল্লাহ নাসের।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।