বুধবার (০৪ সেপ্টেম্বর) শুনানি শেষে ফিনলে প্রপার্টিজ লিমিটেডকে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বাংলানিউজকে বলেন, কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় ১৮ তলা ভবন নির্মাণের কাজ শুরু করেছে ফিনলে প্রপার্টিজ লিমিটেড।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় পাহাড় কাটার অভিযোগ পেয়ে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদফতরের টিম।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বুধবার তাদের শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়।
মঙ্গলবার রাতে জানতে চাইলে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে পরিবেশ অধিদফতরের অভিযানের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছিলেন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের মহা-ব্যবস্থাপক আবদুল্লাহ নাসের।
ফিনলে প্রপার্টিজ লিমিটেড পাহাড় কাটার সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেছিলেন আবদুল্লাহ নাসের।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসকে/টিসি