বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে চাক্তাই রাজাখালী এলাকায় মো. শফিউল আজমের গোডাউনে অভিযান চালিয়ে এসব পলিথিনের তৈরি শপিং ব্যাগ জব্দ করা হয়।
এ ঘটনায় গোডাউনের মালিক মো. শফিউল আজমকে ৮ সেপ্টেম্বর শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বাংলানিউজকে বলেন, চাক্তাই রাজাখালী এলাকায় মো. শফিউল আজমের গোডাউনে অভিযান চালিয়ে আড়াই টন পলিথিনের তৈরি শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। গোডাউনের মালিক মো. শফিউল আজমকে ৮ সেপ্টেম্বর শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসকে/টিসি