মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে চট্টগ্রাম বিভাগীয় সুইমিংপুল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
>> সাঁতার শুধু খেলা নয়, জীবন-মরণের প্রশ্নও
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আ জ ম নাছির উদ্দীন, যুব ও ক্রীড়া সচিব ড. মো. জাফর উদ্দীন।
মো. জাহিদ আহসান রাসেল বলেন, সুইমিংপুল তৈরি করা বড় বিষয় নয়। এর রক্ষণাবেক্ষণ করা সবচেয়ে বড় বিষয়।
তিনি বলেন, সুইংমিংপুলে সাঁতার শেখার মাধ্যমে একজন শিশু তার নিরাপত্তা নিশ্চিত করবে। কারণ আমাদের দেশে পুকুরে, খাল ও বিলে ডুবে অনেক শিশু ও মানুষ মারা যায় শুধু সাঁতার না জানার কারণে।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী চট্টগ্রামের বিভাগীয় সুইমিংপুল উদ্বোধন করেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৯
জেইউ/টিসি