ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিডিএর দুই কর্মচারীর ‘দখলে’ সড়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
সিডিএর দুই কর্মচারীর ‘দখলে’ সড়ক সিডিএ কার্যালয়ের ছবি

চট্টগ্রাম: সড়ক দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) দুই কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর আদালতে মামলা দুটি করেন সংস্থাটির উপ-সহকারী প্রকৌশলী ওসমান শিকদার।

তারা হলেন- সলিমপুর আবাসিকের ১০ নম্বর প্লটের মালিক ও সিডিএর অফিস সহায়ক ছালেহ আহমদ ও ৪ নম্বর প্লটের মালিক আবদুল হাই।

একইদিন আরও সাত ব্যক্তির বিরুদ্ধে চারটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তরা হলেন- মো. রাশেদ, ডা. নাছিমা আকতার, নুরুল আবছার, সুলতানা শিরীন আকতার, মো. নুর উদ্দিন, ওমর উদ্দিন ও শওকত আকবর।

এর মধ্যে মো রাশেদ ও নুরুল আবছার ১১ নম্বর প্লটের ও ডা. নাছিমা আকতার ১২ নম্বর প্লটের মালিক।

বিশেষ আদালতের বেঞ্চ সহকারী মো. ফয়েজ বাংলানিউজকে বলেন, সড়ক দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে সিডিএর দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

‘এ ছাড়া আবাসিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা, নির্দিষ্ট সময়ের মধ্যে প্লটে স্থাপনা তৈরি না করাসহ একাধিক অভিযোগ আরও সাত ব্যক্তির বিরুদ্ধে চারটি মামলা দায়ের হয়েছে। সিডিএর উপ-সহকারী প্রকৌশলী ওসমান শিকদার বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। ’

এর আগে বুধবার সকাল ১১টায় সিডিএর ফৌজদারহাট সলিমপুর আবাসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী। এ সময় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পাশাপাশি পাঁচজনকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিডিএর পরিদর্শক খোকন চন্দ্র শীলসহ সলিমপুর আবাসিক প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।