ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুকুর ভরাট করে ভবন নির্মাণ, ৩ লাখ টাকা জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
পুকুর ভরাট করে ভবন নির্মাণ, ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: নগরের সদরঘাট থানাধীন মোগলটুলী এলাকায় পুকুর ভরাট করে ১৪ তলা বহুতল ভবন নির্মাণ করে পরিবেশের ক্ষতি করার দায়ে জানে আলমকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (০২ অক্টোবর) শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

আদেশে অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ ছাড়পত্র গ্রহণের জন্য বলা হয়েছে ওই ভবন মালিককে।

জানে আলম সদরঘাট থানাধীন মোগলটুলী এলাকার আবদুল করিমের ছেলে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বাংলানিউজকে বলেন, মোগলটুলী এলাকায় পুকুর ভরাট করে ১৪ তলা বহুতল ভবন নির্মাণ করে পরিবেশের ক্ষতি করার দায়ে জানে আলমকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অবিলম্বে জরিমানার অর্থ পরিশোধ করে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ ছাড়পত্র গ্রহণের জন্য বলা হয়েছে তাকে।

এদিকে বুধবার অপর একটি শুনানিতে নগরের বায়েজিদ থানাধীন জালালাবাদ কুলগাঁও এলাকার ইনোভা টেক্সটাইল লিমিটেডকে ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে তরল বর্জ্য নিরসরণ করার দায়ে ৮৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।