শুক্রবার (১১ অক্টোবর) চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সই করা এক বিবৃতিতে ছাত্রলীগ এ আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছে- দেশের একটি স্বনামধন্য টিভি চ্যানেল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের টর্চার সেল নিয়ে প্রচারিত সংবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নামও জুড়ে দিয়েছে।
‘আমরা এ ধরনের ভিত্তিহীন, সর্বৈব মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দেশের সকল গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি- আপনারা সরেজমিনে এসে বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখুন।
বিবৃতিতে দাবি করা হয়, ‘বাংলাদেশের অস্তিত্ব অস্বীকারকারীদের দোসর শিবির যখন চবির হলগুলোতে অবস্থান করতো- তখন রুমে রুমে শিবিরের ছাত্র নির্যাতনের খবর পত্রিকায় দেখা যেতো। তবে হলগুলোতে ছাত্রলীগের অবস্থান সুসংহত হওয়ার পর এখন সাধারণ ছাত্র নির্যাতনের একটি অভিযোগ পর্যন্ত নেই। ’
‘এমতাবস্থায় আমরা টর্চার সেল নিয়ে সংবাদ প্রকাশ করা গণমাধ্যমসহ সব গণমাধ্যমের প্রতি আরও দায়িত্বশীল ও পেশাদারী সাংবাদিকতা প্রত্যাশা রেখে প্রকাশিত সংবাদ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহারের অনুরোধ করছি। ’
প্রসঙ্গত, শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের টর্চার সেল রয়েছে বলে সংবাদ প্রকাশ করে। যেখানে ১২ নম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নামও রয়েছে।
সংবাদ প্রকাশের পরপরেই এ নিয়ে সমালোচনায় মেতে উঠেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন জায়গায় এ নিয়ে আলোচনা-সমালোচনায় মেতে উঠেন তারা।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমআর/টিসি