ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রাম: নগরের অক্সিজেন বালুছড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. সাকিব (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে স্থানীয় আক্তার ওয়ার্ল্ড ফ্যাশন নামে একটি দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, ওই দোকানে ইলেকট্রিশিয়ানের কাজ করছিলেন সাকিব।

একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

সাকিব নগরের চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এলাকার মো. আবুল কাশেমের ছেলে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।