ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

চট্টগ্রাম: আনোয়ারা ও পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২০ অক্টোবর) পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।

পটিয়ার কোলাগাঁও এলাকায় নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় নজিম উদ্দিন (২৫) নামে এক যুবকের। তিনি স্থানীয় বদরুল মিয়ার ছেলে।

অন্যদিকে আনোয়ারার মোহাম্মদপুর এলাকায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় হাফেজ মো. মিরাজ (১৯) নামে এক যুবকের। তিনি ওই এলাকার মাওলানা ওসমানের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট দুইজনকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।