বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে চসিক প্রকৌশল বিভাগের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ নির্দেশ দেন।
মেয়র বলেন, নগরে চলমান সড়ক উন্নয়ন কাজ ও অন্যান্য প্রকল্প বাস্তবায়নে সময়ক্ষেপণ কোনোভাবে কাম্য নয়।
চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদের সভাপতিত্বে সভায় মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, আনোয়ার হোছাইন, কামরুল ইসলাম, মনিরুল হুদা, ঝুলন কুমার দাশ, সুদীপ বসাক, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক, আবু সাদাত মো. তৈয়ব, অসীম বড়ুয়া, বিপ্লব দাশ, মোহাম্মদ জসীম উদ্দিন, ফরহাদুল আলম, শাহীনুল ইসলাম, জয়সেন বড়ুয়া, ফজলুল কাদের প্রমুখ।
মেয়র চসিকের প্রকৌশলীদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একে অপরের কাজে সমন্বয় করে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পরামর্শ দেন।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এআর/টিসি