ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১১ পুলিশ কর্মকর্তাকে ব্যাজ পরিয়ে দিলেন সিএমপি কমিশনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
১১ পুলিশ কর্মকর্তাকে ব্যাজ পরিয়ে দিলেন সিএমপি কমিশনার ...

চট্টগ্রাম: পুলিশ পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত ১১ পুলিশ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

রোববার (১৭ নভেম্বর) মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান আয়োজন করা হয়।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- মো. মোস্তফা কামাল, মো. কায়সার হামিদ, মো. লিয়াকত আলী, মো. রাশেদুল ইসলাম, মো. আতিকুল ইসলাম, মো. ফরিদুল আলম, মো. শফিকুর রহমান, মোহাম্মদ মহিদুল আলম, সাহিদা আক্তার, মোহাম্মদ কাইছার হামিদ, শিবেন বিশ্বাস।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনারএ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক শ্যামল কুমার নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৯৪৪ ঘন্টা, নভেম্বর ১৭, ২০১৯
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।