এ সময় তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা এবং আহতদের ২০ হাজার টাকা করে দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতাদের হাতে হস্তান্তর করেন। প্রয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও সাহায্য দেওয়া হবে বলে জানান উপমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এ দুর্ঘটনা, উদ্ধার, আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপমন্ত্রী বলেন, ইতিমধ্যে একাধিক তদন্ত টিম কাজ করছে।
দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে নগরবাসীর সচেতনতার ওপর গুরুত্বারোপ করে উপমন্ত্রী বলেন, নগরের পুরনো ভবনগুলোর গ্যাস, বিদ্যুৎ সংযোগ, লাইন ইত্যাদি পরীক্ষা করা উচিত। একই সঙ্গে সিডিএর নকশা অনুমোদন, অনুমোদিত নকশা অনুযায়ী ভবন তৈরি হয়েছে কিনা ইত্যাদিও নজরদারির আওতায় আনতে হবে।
রোববার (১৭ নভেম্বর) সকালে বড়ুয়া ভবনের নিচতলায় বিস্ফোরণে নারী, শিশু, পথচারী, রিকশাচালকসহ ৭ জন নিহত হন। আহত হন ৯ জন। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে।
>> রহস্যঘেরা বিস্ফোরণ, চুলার ওপর এখনো তরকারি!
>> পাথরঘাটায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় নওফেলের শোক
>> চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণ, নিহত ৭
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এআর/টিসি