ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধানসহ ১৫ সদস্য রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধানসহ ১৫ সদস্য রিমান্ডে ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

চট্টগ্রাম: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন `হিযবুত তাহরীর উলাই’য়াহ বাংলাদেশ' এর চট্টগ্রাম আঞ্চলিক প্রধানসহ ১৫ জন সদস্যের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এদের মধ্যে হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলমকে ৫ দিন ও বাকি ১৪ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

কোতোয়ালী থানা পু্লিশ প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বাংলানিউজকে বলেন, হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলমসহ ১৫ জনকে রিমান্ডে দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত।

এর মধ্যে আবুল মোহাম্মদ এরশাদুল আলমকে ৫ দিন ও বাকি ১৪ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। কোতোয়ালী থানা পু্লিশ প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিল।

এর আগে শুক্রবার (২২ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলম (৩৯), আব্দুল্লাহ আল মাহফুজ (৩০), মো. ইমতিয়াজ ইসমাইল (২৫), মো. নাছির উদ্দিন চৌধুরী (২২), মোহাম্মদ নাজমুল হুদা (২৭), মো. লোকমান গনি (২৯), মো. করিম (২৭), আব্দুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান প্রকাশ রানা (২০), মো. আরিফুল ইসলাম (২০), মো. আজিম উদ্দিন (৩১), ফারহান বিন ফরিদ প্রকাশ রাফি (২৩), মো. আজিমুল হুদা (২৪), ওয়ালিদ ইবনে নাজিম (১৫) ও মো. সম্রাট (২২)।

এদের মধ্যে হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলম চট্টগ্রামের একটি ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের শিক্ষক বলে জানিয়েছে পুলিশ। আবুল মোহাম্মদ এরশাদুল আলম বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের গুনাগরী এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি বায়েজিদ চক্রেসো কানন আবাসিক এলাকায় বসবাস করেন।

আটক আব্দুল্লাহ আল মাহফুজ সাতকানিয়া উপজেলার চর খাগরিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি নোভারটিস ফার্মাসিটিক্যালস এর চট্টগ্রাম টেরিটোরি ম্যানেজার। মো. ইমতিয়াজ ইসমাইল ফেনী জেলার ফুলগাজী জয়পুর এলাকার মো. ইসমাইলের ছেলে। মো. নাছির উদ্দিন চৌধুরী কক্সবাজার জেলার পৌরসভা পানবাজার এলাকার মো. ইসমাইল চৌধুরীর ছেলে। তিনি ফাহিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর সাবেক মার্কেটিং এক্সিকিউটিভ। মোহাম্মদ নাজমুল হুদা আনোয়ারা উপজেলার পড়ৈকুড়া ইউনিয়নের সাত্তারহাট এলাকার মো. নুরুল হুদার ছেলে ও তার ছোট ভাই মো. আজিমুল হুদা। মো. লোকমান গনি আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুনদ্বীপ এলাকার ফিরোজ আহমদের ছেলে।

মো. করিম সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকার মো. মোবারকের ছেলে। আব্দুল্লাহ আল মুনিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম কাশিনগর এলাকার মো. শামসুদ্দিনের ছেলে। কামরুল হাসান প্রকাশ রানা নোয়াখালী জেলার সুধারাম শালেপুর এলাকার মো. আবুল কাশেমের ছেলে। মো. আরিফুল ইসলাম পটিয়া উপজেলার ছনহরা এলাকার মো. এজাজুল হকের ছেলে। মো. আজিম উদ্দিন ফেনী জেলার সদর দৌলতপুর এলাকার আবুল কালামের ছেলে। ফারহান বিন ফরিদ প্রকাশ রাফি বোয়ালখালী উপজেলার সৈয়দনগর এলাকার ফরিদ আহমদের ছেলে। ওয়ালিদ ইবনে নাজিম ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকার এমএন নাজিমের ছেলে ও মো. সম্রাট চাঁদপুর জেলার মতলব এলাকার মো. শাহ আলমের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ বাংলানিউজকে বলেন, কয়েকদিন ধরে হিযবুত তাহরীরের সদস্যরা আসকারদীঘি ও আশপাশের এলাকায় পোস্টার ও লিফলেট বিলি করছিলেন বলে তথ্য পাওয়া যায়। এসব ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তাদের শনাক্তের চেষ্টা করা হয় এবং বিভিন্ন এলাকায় নজরাদারি বাড়ানো হয়। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে আন্দরকিল্লা জামে মসজিদের সামনে লিফলেট বিলি করার সময় হিযবুত তাহরীরের সদস্য ওয়ালিদ ইবনে নাজিম ও মো. ইমতিয়াজ ইসমাইলকে আটক করা হয়।

‘ওয়ালিদ ইবনে নাজিম ও ইমতিয়াজ ইসমাইলকে জিজ্ঞাসাবাদে অন্য সদস্যদের ব্যাপারে তথ্য পাওয়া যায়। পরে শুক্রবার সন্ধা থেকে নগরের নতুন চান্দগাঁও আবাসিক, বায়েজিদে অভিযান চালিয়ে অন্যদের আটক করা হয়। ’ বলেন শাহ মুহাম্মদ আবদুর রউফ।

তাদের কাছ থেকে সংগঠনের ২ লাখ ৮২ হাজার টাকা, হিযবুত তাহরীরের তথ্যসহ দুইটি ল্যাপটপ ও ডিভাইস, একটি মোটর সাইকেল, হিযবুত তাহরীরের প্রচারপত্র, গঠনতন্ত্র, ট্রেনিং ম্যানুয়েল উদ্ধার করা হয়েছে বলে জানান শাহ মুহাম্মদ আবদুর রউফ।

হিযবুত তাহরীরের আরও দুই সদস্য আফজাল হোসেন আতিক প্রকাশ আকাশ (৩৫) ও তাহমিদ সুফিয়ান (৩৫) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। আফজাল হোসেন আতিক প্রকাশ আকাশ একটি স্কুলের খণ্ডকালীন শিক্ষক ও তাহমিদ সুফিয়ান একটি ডিজিটাল স্কুলের পরিচালক বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯

এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।