বুধবার (২৭ নভেম্বর) পাঠানো চিঠিতে চেম্বার সভাপতি বলেন, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার (২৬ নভেম্বর) দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতি পালন করছে। কর্মবিরতি চলাকালীন লাইটারেজ জাহাজ শ্রমিকরা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাস বন্ধ রাখার পাশাপাশি সারাদেশে নৌপথে লাইটারেজ জাহাজ, কার্গো ট্রলার, বাল্ক হেড ইত্যাদি চলাচল বন্ধ রেখেছে।
চেম্বার সভাপতি বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ভোগ্যপণ্য এবং শিল্পের আমদানি করা কাঁচামাল খালাস বন্ধ থাকার কারণে একদিকে যেমন বাজার অস্থিতিশীল হবে, অন্যদিকে তেমনি শিল্প মালিকরা যথাসময়ে পণ্য উৎপাদন ও রপ্তানি করতে ব্যর্থ হবেন।
এতে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হতে পারে বলে মনে করেন চেম্বার সভাপতি।
দেশের অর্থনীতিকে অস্থিতিশীল হওয়া থেকে রক্ষা করতে লাইটারেজ শ্রমিকদের এ কর্মবিরতি প্রত্যাহারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে নৌ প্রতিমন্ত্রীর প্রতি অনুরোধ জানান মাহবুবুল আলম।
>> লাইটার জাহাজ শ্রমিকদের কর্মবিরতি
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এআর/টিসি