ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিভাসুর গবেষণা তরী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
সিভাসুর গবেষণা তরী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিভাসুর বিশেষায়িত গবেষণা তরী।

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উদ্যোগে রাঙামাটির কাপ্তাই লেকে নির্মিত বিশেষায়িত গবেষণা তরী উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ গবেষণা তরী উদ্বোধন করেন। উদ্বোধনের মধ্য দিয়ে দেশের প্রথম এ গবেষণা তরীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

গবেষণা তরী উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ। মাছের উৎপাদন বাড়ানোর জন্য গবেষণা প্রয়োজন।

ভাসমান এ তরী গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গবেষণা তরী উদ্বোধনকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার, সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম নূরুল আবছার খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

প্রায় ৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ গবেষণা তরীতে অত্যাধুনিক যন্ত্রপাতিসহ ৩টি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্মোচিত হলো নতুন এক মাইলফলক।

সতের মিটার দৈর্ঘ্য ও সাত মিটার প্রস্থবিশিষ্ট দ্বিতল এ গবেষণা তরীটির প্রস্তুতকারী দেশ সুইডেন। চলতি বছরের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে এটি কাপ্তাই লেকে নামানো হয়। গবেষণা তরীটির স্থিতিশীলতা ও হাল কাঠামো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ দ্বারা পরীক্ষিত ও অনুমোদিত।

বিশেষায়িত গবেষণা তরীর মাধ্যমে বহুমুখী গবেষণা কার্যক্রম পরিচালনা করে মালয়েশিয়া সরকার তাদের কৃত্রিম হ্রদ ‘লেক কেনিয়র’-এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। আর সেই তরীর আদলে সিভাসু’র এই গবেষণাতরীটি নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।