রেলপথ মন্ত্রণালয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০১৯’ শিরোনামে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ কর্মসূচির উদ্বোধন করবেন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী বাংলানিউজকে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সপ্তাহ সেবা ও নিরাপত্তার বিষয়ে বিভিন্ন কার্যক্রম চালানো হবে।
‘রেলওয়েতে সমস্যা কী আছে, সমস্যার সমাধান কীভাবে করা যায়-এসব বিষয়ে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলবে টিমগুলো।
তিনি বলেন, যাত্রীর সুবিধা-অসুবিধা জানতে ট্রলি করে প্রত্যেক স্টেশনে গিয়ে যাত্রীর সঙ্গে কথা বলবেন রেলকর্মকর্তারা। যাত্রীর অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে নোট করে তা সমাধানের ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৩ ডিসেম্বর ২০১৯
জেইউ/এমআর/টিসি