ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শেখ রাসেল রোলবল টুর্নামেন্টের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
শেখ রাসেল রোলবল টুর্নামেন্টের উদ্বোধন শেখ রাসেল রোলবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মেয়র নাছির।

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সহযোগিতায় চট্টগ্রামে শেখ রাসেল রোলবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) নগরের আউটার স্টেডিয়ামের জিমনেশিয়ামে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও সিজেকেএস সহ-সভাপতি মো. আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এবং সিজেকেএস রোলার স্কেটিং কমিটির সম্পাদক আবদুর রশিদ লোকমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিজেকেএস রোলার স্কেটিং কমিটির চেয়ারম্যান রেখা আলম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, শাহজাদা আলম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক জুম্মন রাজ, সদস্য মো. শহিদুর রহমান, মো. শমশের খান, নওশিফ হোসেন দীপ্র, সিজেকেএস নির্বাহী সদস্য মো. দিদারুল আলম চৌধুরী, জহির আহমদ চৌধুরী, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দিন হাসান, মো. মশিউর রহমান চৌধুরী, আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, রেজিয়া বেগম ছবি, মনোরঞ্জন দে।

উপস্থিত ছিলেন, সিজেকেএস রোলার স্কেটিং কমিটির ভাইস-চেয়ারম্যান ডেরিক র‌্যান্ডলফ, আকতারুজ্জামান, হাজী মোহাম্মদ শাহাবুদ্দীন, যুগ্ম-সম্পাদক আদিল কবির, সদস্য এবি ছিদ্দিক আল-মামুন, শাজাদা বেগম ডলি, সিজেকেএস কাউন্সিলর মো. শাহ জাহান, লুৎফুল করিম সোহেল, রাশেদুর রহমান মিলন, রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু, জসিম উদ্দিন এবং চসিক কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় চট্টগ্রাম জেলা ৩-১ গোলে নীলফামারি জেলাকে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।