দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির অর্থায়নে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ভবনটি নির্মাণের ফলে বিদ্যালয়ের শ্রেণি কক্ষের ব্যাপ্তি বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্মিত ভবনটি উদ্বোধন করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ভবন নির্মাণ কমিটির আহবায়ক মোফাখখারুল ইসলাম খসরু। সভায় অংকুর সোসাইটি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব লিলি বড়ুয়া, দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান, দশম শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার চৌধুরী বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির সহ-সভাপতি মো. ইদ্রিছ, সদস্য আলাউদ্দিন আলম, জেড এস বখতিয়ার, রাশেদুল আমিন, মো. নুরুল ইসলাম শাহীন, অংকুর সোসাইটি উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল মান্নান ফেরদৌস, মো. শাহ আলম, দি চিটাগাং কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমদ, সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম, কাউন্সিলর মোরশেদুল আলম, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, মমতাজুল হক রুক্কু, স্থপতি মেহেদী ইফতেখার, এ এ মোহাম্মদ সাইফুদ্দিন, প্রকৌশলী হারাধন আচার্য, স্থপতি রতন মণ্ডল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এসি/টিসি