ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জোরারগঞ্জে বাস চাপায় কলেজ ছাত্র নিহত, প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
জোরারগঞ্জে বাস চাপায় কলেজ ছাত্র নিহত, প্রতিবাদে বিক্ষোভ ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: জোরারগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় মো. আবু সাঈদ নামে বারৈয়ারহাট ডিগ্রি কলেজের এক ছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জোরারগঞ্জের বারৈয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাঈদের বাড়ি স্থানীয় করেরহাটের পশ্চিম জোয়ার এলাকায়।

এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটিকে ভাঙচুর করে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। এসময় প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলমগীর বাংলানিউজকে বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।