ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
চান্দগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেপ্তার ৪ প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের চান্দগাঁওয়ে পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ( ৩ মার্চ) রাতে চান্দঁগাও থানাধীন মৌলভী পুকুর পাড় এবং সিএন্ডবি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো– মো. রাসেল মিয়া, আলী আকবর, মো. ওয়াহিদুল আলম, মো. হাবেজ।

চান্দঁগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, বিভিন্ন মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।