শনিবার (১৮ জানুয়ারি) আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ফটিকছড়ি উপজেলা কার্যকরী সংসদের উদ্যোগে ও ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের সহযোগিতায় মাইজভাণ্ডার দরবার শরীফে এ রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রক্তদান কর্মসূচিতে মোট ৮১ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ আহমদ হোসাইন মুহাম্মদ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)।
অতিথি ছিলেন ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের ইনচার্জ ডা. মিনহাজ উদ্দীন তাহের, প্রোগ্রাম অর্গানাইজার মুহাম্মদ জসিম উদ্দীন, জাতীয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ মিজানুর রহমান ও মুহাম্মদ রইসুল আনাম এবং প্রকৌশলী তৌহিদুল আলম ভূঁইয়া।
মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ১১৪ তম বার্ষিক ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়।
রোববার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে উছুলে ছাবআ স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র আয়োজন ও ব্যবস্থাপনায় আগামি ২৪ জানুয়ারি (১০ মাঘ) মাইজভাণ্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এসকে/টিসি