ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডাস্টবিনে মিললো নবজাতক, ঠাঁই হলো শিশুকেন্দ্রে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
ডাস্টবিনে মিললো নবজাতক, ঠাঁই হলো শিশুকেন্দ্রে

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে এক নবজাতক উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) পৌনে ১১টার দিকে বায়েজিদ বোস্তামী এলাকার মোস্তফা কলোনির পেছনে একটি ডাস্টবিন থেকে কন্যা শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে ১৪ বছরের এক শিশু কাপড় মোড়ানো অবস্থায় নবজাতকটিকে ডাস্টবিনে পড়ে থাকতে দেখে।

পরে এলাকার লোকজন থানায় খবর দিলে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বাংলানিউজকে বলেন, ডাস্টবিন থেকে উদ্ধার করে নবজাতকটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার সুস্থ আছে বলে জানান।

পরে শিশুটিকে সমাজসেবা অধিদফতরের অধীন রৌফাবাদের ‘ছোটমণি নিবাসে’ নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।