রোববার (১৯ জানুয়ারি) পৌনে ১১টার দিকে বায়েজিদ বোস্তামী এলাকার মোস্তফা কলোনির পেছনে একটি ডাস্টবিন থেকে কন্যা শিশুটিকে উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে ১৪ বছরের এক শিশু কাপড় মোড়ানো অবস্থায় নবজাতকটিকে ডাস্টবিনে পড়ে থাকতে দেখে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বাংলানিউজকে বলেন, ডাস্টবিন থেকে উদ্ধার করে নবজাতকটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার সুস্থ আছে বলে জানান।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
এমএম/টিসি