চট্টগ্রাম: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) চট্টগ্রাম এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) নগরের লালদিঘীর পাড় এলাকার একটি রেস্তোরাঁয় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম তাঁর বক্তব্যে বলেন, এক টেবিলে বসার সুযোগ করেছে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত ফটো সাংবাদিকদের একমাত্র সংগঠন।
এ সময় সংগঠনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন অর্থ সম্পাদক মোঃ হোসাইন।
এতে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মিয়া আলতাফ, সোহেল সরওয়ার, মো. ইব্রাহিম মুরাদ, গোলাম মোর্তাজ, সাইফুল আজাদ, হেলাল শিকদার, মিনহাজ, আনিসুজ্জামান দুলাল, হায়দার আলী, আকমল, আবদুল হান্নান, ফয়সাল এলাহী, এরশাদ আলম, মনির হোসেন, হানিফ, আজিম অনন, সুজা তালুকদারসহ অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
পিডি/টিসি