ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
চবিতে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু চবিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে স্মরণ ভাস্কর্যের সামনে ক্ষণগণনা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

ড. শিরীণ আখতার বলেন, স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় অবদান তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে মুজিব বর্ষে আমরা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।

আজ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সেসব বাস্তবায়ন করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন অনুষদ, বিভাগ ও হলে আড়ম্বরপূর্ণ পরিবেশে এ কর্মসূচি পালন করবো আমরা।

বছরব্যাপী এ আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন চবি উপাচার্য।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।