ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিমানবন্দরে ২১৩ কার্টন সিগারেট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
বিমানবন্দরে ২১৩ কার্টন সিগারেট জব্দ জব্দকৃত ২১৩ কার্টন সিগারেট

চট্টগ্রাম: দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২১৩ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে চালানটি আটক করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানতে আসেন মো. নুরুল আমিন।

তার ব্যাগেজ তল্লাশি করে ২১৩ কার্টন ‘ইজি লাইট’ সিগারেট উদ্ধার করা হয়।

হানিফের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলায়।

উদ্ধার করা সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২০
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।