ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হ্যাকিংয়ের শিকার চবির ওয়েবসাইট

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
হ্যাকিংয়ের শিকার চবির ওয়েবসাইট হ্যাকারের কবলে চবির ওয়েবসাইট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অফিসিয়াল ওয়েবসাইট (cu.ac.bd) হ্যাক হওয়ার ৫ মিনিটের মধ্যেই ওয়েবসাইটটি পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টা ৫৪ মিনিটে ‘ইন্ডিয়ান সাইবার রিসার্চ অ্যান্ড অ্যামপাওয়ার উইং’ নামে একটি হ্যাকার গ্রুপ ওয়েবসাইটটি হ্যাক করেছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী বাংলানিউজকে বলেন, ‘বিকেল ৩টা ৫৪ মিনিটে সাইট হ্যাকের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়।

এর ৫মিনিটির মধ্যে আমরা সাইটটি নিয়ন্ত্রণে আনি। ’

ড. হানিফ সিদ্দিকী বলেন, ‘এটা সুপারফিশিয়াল অ্যাটাক ছিলো।

তারপরও আমরা সাইটটি ভালোভাবে চেক করছি। আজকের মধ্যেই সেটা রিকোভার করতে পারবো আশাকরি। আমরা বিডিরিমকে বিষয়টি জানিয়েছি। তাদের উইক পয়েন্টগুলো দেখতে বলেছি। ’

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।