ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এবিএম আজাদ

চট্টগ্রাম: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবিএম আজাদকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

অন্যদিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আবদুল মান্নানকে সচিব পদোন্নতি দিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির আদেশ জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসানের সই করা প্রজ্ঞাপনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এবিএম আজাদকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগের কথা বলা হয়।

উপসচিব মো. তমিজুল ইসলাম খানের সই করা অপর প্রজ্ঞাপনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আবদুল মান্নানকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলির কথা উল্লেখ করা হয়।

জনস্বার্থে জারিকৃত এসব আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।