চীন থেকে সূতার বদলে এলো বালুর বস্তা
চট্টগ্রাম: চীন থেকে সোহারা ফ্যাশন লিমিটেডের নামে ৪৯ হাজার ৬৯৭ ডলারের সুতার বদলে বালু ভর্তি কনটেইনার এসেছে চট্টগ্রাম বন্দরে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বন্দরের সিসিটি ইয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষার সময় বালু ভর্তি কনটেইনারটি দেখতে পান কাস্টম হাউস কর্মকর্তারা। কনটেইনারটির নম্বর ‘এইচএএসইউ ৪৭৮৪২৫২’।
এর আগে গত ২৪ জানুয়ারি একই আমদানিকারকের আরেকটি কনটেইনারেও বালু পাওয়া যায়।
কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনুসুয়া বাংলানিউজকে জানান, সোহারা ফ্যাশনের নামে চট্টগ্রাম কাস্টম হাউসে দুইটি বিল অব এন্ট্রি দাখিল হয় গত ২২ জানুয়ারি।
এক্সিম ব্যাংকের ইনভয়েস ভ্যালু যথাক্রমে ২৫ হাজার ৫০৫ ডলার এবং ২৪ হাজার ১৯২ ডলার। এ প্রতিষ্ঠানের ঘোষণা ছিল পলিয়েস্টার সূতা।
কিন্তু ৪০ ফুট দীর্ঘ কনটেইনারটিতে পাওয়া গেছে বালুর বস্তা। এর আগে একই প্রতিষ্ঠানের আরেকটি কনটেইনারেও বালু পাওয়া গিয়েছিলো।
তিনি বলেন, বালুগুলোর নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষা করা হবে। এরপর কাস্টম আইনে মানি লন্ডারিং মামলা হবে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এআর/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।