ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লালদীঘিতে মাদক সন্ত্রাস জঙ্গিবাদবিরোধী মহাসমাবেশ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২০
লালদীঘিতে মাদক সন্ত্রাস জঙ্গিবাদবিরোধী মহাসমাবেশ শুরু লালদীঘি মাঠে মহাসমাবেশ। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের লালদীঘি মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতিবিরোধী মহাসমাবেশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠানস্থলে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মেয়র বলেন, আমরা চাই এ শহর সবার জন্য নিরাপদ থাকুক।

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য বাসযোগ্য হোক। আজ আমরা শপথ বাক্য পাঠ করাবো।
প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে সুস্থ সবল থাকতে হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, যৌতুক, জঙ্গিবাদ থেকে তাদের দূরে রাখতে হবে।

বেলা আড়াইটা থেকে ব্যান্ডপার্টি, ব্যানার, ফেস্টুনসহ মিছিল নিয়ে আসতে শুরু করেন নগরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ৪১টি ওয়ার্ডের মধ্যে দূরের ওয়ার্ডগুলোর মানুষ বাস, ট্রাক নিয়ে সমাবেশস্থলে আসেন।

মিছিল নিয়ে আসেন চসিক কলেজ শিক্ষক সমিতি, প্রধান শিক্ষক ফোরাম, ছাত্রলীগ, যুবলীগ, সম্মিলিত হকার ফেডারেশন, ফুটপাত হকার সমিতি, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক লীগ, টেরিবাজার ব্যবসায়ী সমিতি, স্বর্ণ ব্যবসায়ী সমিতি, ক্যাব, চসিক যান্ত্রিক ও প্রকৌশল বিভাগ, অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশন, বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

চসিক মেয়র জানিয়েছেন, লক্ষাধিক জনতার সমাগম হবে এ মহাসমাবেশে। দেখতে দেখতে কানায় কানায় ভরে যায় ঐতিহাসিক লালদীঘি মাঠ এলাকা। মাঠের ভেতরে নারীদের বসার জন্য ৭ হাজার চেয়ার দেওয়া হয়েছে। নগরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, চসিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তাদের জন্য সামনের কয়েক সারি চেয়ার সংরক্ষিত রাখা হয়েছে।

বিকেল ৩টা ৪৫ মিনিটে মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ। মঞ্চে আছেন কাউন্সিলর জহর লাল হাজারী, গিয়াস উদ্দিন, আবিদা আজাদসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা।

২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর এইচএম সোহেলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার। প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর পরিচালনায় বক্তব্য দেন প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, নিছার উদ্দিন আহমদ, কাউন্সিলর নাজমুল হক ডিউক।

বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা। অনুভূতি জানান মাদকের সর্বনাশা পথ থেকে ফিরে আসা মোহাম্মদ সেলিম। আনুষ্ঠানিক মহাসমাবেশ শুরুর আগে মাদক, জঙ্গিবাদ ও যৌতুকের বিরুদ্ধে কবিগান পরিবেশন করেন কবিয়াল কল্পতরু ভট্টাচার্য।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বাংলানিউজকে জানান, মহাসমাবেশে পৌনে পাঁচশ’ পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।