কাজির দেউড়ি, বহদ্দারহাট, আগ্রাবাদ থেকেও কেউ মেয়েকে নিয়ে আর কেউ ছেলেকে নিয়ে এসেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতিবিরোধী মহাসমাবেশে। লালদীঘির মাঠ পুরোটাই বিভিন্ন বয়সী মহিলাদের দখলে।
সাবেক প্রধান শিক্ষক নার্গিস আক্তারকে সমাবেশে আসার কারণ জানতে চাইলে তিনি বললেন, যৌতুক না দেয়ার শপথ নিতে সমাবেশে এসেছেন।
তিনি বাংলানিউজকে বলেন, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে এ সমাবেশ নিঃসন্দেহে নগরবাসীর জন্য বিরাট একটি উদ্যোগ। দেশে যেভাবে যৌতুক প্রথা, দুর্নীতি ও জঙ্গিবাদের উত্থান ঘটেছে, এরকম সমাবেশের প্রয়োজন ছিল। আমার মেয়েকে বিয়ে দেব, তবে যৌতুক ছাড়া। তাই সবার সঙ্গে শপথ নিতে সমাবেশে এসেছি।
দেওয়ানহাট থেকে আসা গৃহিণী কাউসার বেগম বাংলানিউজকে বলেন, সংবাদমাধ্যমে যৌতুক প্রথার ভয়াবহতা পড়েছি। একটি মেয়ে বিয়ে দিয়ে তার পুরো পরিবার নিঃস্ব হয়ে যায়। আমিও তাই যৌতুকবিরোধী সমাবেশে শপথ নিতে এসেছি।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
জেইউ/এসি/টিসি