ঢাকা, শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩১, ১৫ মার্চ ২০২৫, ১৪ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের শোয়াইব ইসলাম

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় শোয়াইব ইসলাম (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।  

শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোয়াইব কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং তার বাড়ি উপজেলার কোদালা ইউনিয়নে।

জানা যায়, শোয়াইব মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে শোয়াইবের মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার (ওসি, তদন্ত) সুজন হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।