ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হিউম্যান এইড পতেঙ্গার শিক্ষা সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২০
হিউম্যান এইড পতেঙ্গার শিক্ষা সামগ্রী বিতরণ ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: পতেঙ্গার সেবা ও জনকল্যাণমূলক সংগঠন 'হিউম্যান এইড পতেঙ্গার উদ্যােগে ১৮০জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) মাইজপাড়ার সায়রা ছিদ্দিক আইডিয়াল স্কুলের হল রুমে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি তানভীর শাহরিয়ার রিমন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট অধ্যাপক মো. মাসুম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড পতেঙ্গা'র উপদেষ্টা মো. জাবেদ হোসাইন,মো. আনোয়ার উল্লাহ মিন্টু, হাজী মো. ইদ্রিস, হাজী মো. জানে আলম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শাহাদাত হোসাইন ও মো. সাইফুল আলম সানি এবং হিউম্যান এইড পতেঙ্গা'র কার্যকরী সদস্যদের উপস্থিতিতে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।