বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ছাত্রলীগ দুঃখ প্রকাশ করছে।
হেনস্থার অভিযোগটি সত্যতা নিশ্চিত হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগ কর্মী জুনায়েদ হোসেন জয়কে শাখা ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। বহিষ্কারাদেশ ১১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
এর আগে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) পক্ষ থেকে তিন দিনের সময় দিয়ে প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হলে অভিযুক্তকে শোকজ করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক জোবায়ের চৌধুরী দৈনিক বণিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও চবিসাস'র সাধারণ সম্পাদক। অভিযুক্ত জুনায়েদ হোসেন জয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমএ/টিসি