ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

র‌্যাংকস গ্রাহকদের জন্য ৯ শতাংশে গৃহঋণ!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
র‌্যাংকস গ্রাহকদের জন্য ৯ শতাংশে গৃহঋণ! চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

চট্টগ্রাম: র‌্যাংকস এফসি প্রোপার্টিসের গ্রাহকদের জন্য দারুণ এক অফার নিয়ে এসেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। মাত্র ৯ শতাংশ সুদে ৯ দিনে গৃহঋণ অনুমোদনসহ বিতরণ করবে ব্যাংকটি। পাশাপাশি প্রসেসিং ফিতে দেবে ৫০ শতাংশ ছাড়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে র‌্যাংকস এফসির আগ্রাবাদস্থ করপোরেট অফিসে উভয় প্রতিষ্ঠানের মাঝে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন র‌্যাংকস এফসি'র সিইও তানভীর শাহরিয়ার রিমন এবং ব্যাংকের হেড অব রিটেল ব্যাংকিং এবং সিনিয়র ইভিপি হাফিজ ইমরোজ মাহমুদ।

এসময় ব্যাংকের এসভিপি এবং হেড অব আগ্রাবাদ ব্রাঞ্চ জয়নাল আবেদিন, র‌্যাংকস এফসি'র হেড অব ফিন্যান্স হানিফ বিল্লাহ, হেড অব সেলস মহিউদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।