শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে মোহন বীণার সুর ছড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন তিনি। ঢৌড়ি রাগে ১৫ মিনিটের অপূর্ব সুর মূর্ছনায় তবলায় ছিলেন রতন কুমার দত্ত।
এরপর উৎসবের উদ্বোধন করেন বরেণ্য সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন।
স্বাগত বক্তব্য দেন উৎসব পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম।
এ উৎসবে খ্যাতিমান শিল্পী ফকির শাহাবুদ্দিন একক সংগীত ও অভিনয় শিল্পী তারিন একক নৃত্য পরিবেশন করার কথা রয়েছে।
রাত ৮টা পর্যন্ত এ উৎসবে দলীয় সংগীত পরিবেশন করবে সঙ্গীত ভবন, আনন্দধ্বনি, স্বরলিপি, সঙ্গীত পরিষদ, অদিতি সঙ্গীত নিকেতন, শিল্পী সংসদ ও নটরাজ সঙ্গীত একাডেমি। একক সঙ্গীত পরিবেশন করবেন সনজিত আচার্য, কল্পনা লালা, কল্যাণী ঘোষ, ইকবাল হায়দার, শঙ্কর দে, শুভ্রা চৌধুরী, ফাহমিদা রহমান, শ্রেয়সী রায়, ফরিদ বঙ্গবাসী, হাসান জাহাঙ্গীর, শীলা চৌধুরী, মিতালী রায়, দিদারুল ইসলাম, ইপ্সিতা মজুমদার, মধুলিকা মণ্ডল ও সঞ্জয় পাল।
নৃত্য পরিবেশন করবে স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, নটরাজ, সুরাঙ্গন বিদ্যাপীঠ ও সঞ্চারী নৃত্যকলা একাডেমি।
আবৃত্তি করবেন সঞ্জীব বড়ুয়া, শুভ্রা বিশ্বাস, কংকন দাশ, মছরুর হোসেন, মিশফাক রাসেল, মাহবুবুর মাহফুজ, এহতেশামুল হক, শামীমা শীলা, সেলিম ভূঁইয়া, শুভাশিস শুভ, নাহিদ নেওয়াজ, সাদ হাসান, উমেসিং মারমা, পলি ঘোষ, শেখ ফাইরুজ দুর্দানা, শম্পা বড়ুয়া, লিপি সেন ও অনির্বাণ চৌধুরী।
উপস্থাপনায় ছিলেন দিলরুবা খান, দেবাশীষ রুদ্র প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এআর/টিসি