ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২ ছিনতাইকারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২ ছিনতাইকারী অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২ ছিনতাইকারী

চট্টগ্রাম: নগরের সিআরবি এলাকা থেকে বিদেশি অস্ত্র, গুলি ও ছুরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে সিআরবি এলাকার গোয়ালপাড়া রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার দুইজন হলো- ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকার মো. সাগিরের ছেলে মো. রাকিব (২৫) ও একই এলাকার আবদুল মোনাফের ছেলে আবদুন নুর তুষার প্রকাশ মোহাম্মদ তুষার (২৯)। তারা সিআরবি এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

নগর গোয়েন্দা পুলিশের (বন্দর) উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান বাংলানিউজকে বলেন, সিআরবি এলাকার গোয়ালপাড়া রোড থেকে বিদেশি অস্ত্র, গুলি ও ছুরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে তথ্য দেন এসআই মোমিনুল হাসান।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।