ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

একুশে পদক

সুফি মিজানকে অভিনন্দন জানিয়ে নাতি-নাতনির চিঠি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
সুফি মিজানকে অভিনন্দন জানিয়ে নাতি-নাতনির চিঠি সুফি মিজানুর রহমান ও মালয়েশিয়া প্রবাসী তার তিন নাতি-নাতনি

ঢাকা: ২০২০ সালে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন শিল্প উদ্যোক্তা ও পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। ১৯৭৬ সাল থেকে চালু হওয়ার পর তিনিই দ্বিতীয় শিল্প উদ্যোক্তা যিনি এ পদক অর্জন করেন।

সুফি মিজানের এ অর্জনে আবেগঘন ভাষায় অভিনন্দন জানিয়ে তাকে চিঠি লিখেছে মালয়েশিয়া প্রবাসী নাতি-নাতনি নাভেদ, আয়মান ও সামা। ইংরেজিতে লেখা এ চিঠিতে তারা তাদের প্রিয় ‘দাদু’র অর্জনে নিজেদের গর্বের কথা জানায়।

পাশাপাশি এর পেছনে ‘বুবু’র অবদানকে স্মরণ করতে ভুলেনি তারা।

কুয়ালালামপুরের ইন্টারন্যাশনাল স্কুল অব কুয়ালালামপুরের অষ্টম শ্রেণিতে পড়া আয়মান মিজান ইকবাল সবার পক্ষ থেকে লিখেছে এ চিঠিটি।

চিঠির শেষে দাদুর অর্জন ‘একুশে পদকে’র হাতে আঁকা এক ছবির মাধ্যমে তাদের গর্বের বিষয়টি প্রকাশ করেছে।  

চিঠিতে বলা হয়, ‘পৃথিবীর প্রতি তোমার বিবেচনা ও প্রত্যেককে ইতিবাচকতার দিয়ে নিয়ে আসতে তোমার অখণ্ড মনোযোগ তোমাকে এ স্থানে এনেছে দাদু। ’

সুফি মিজানুর রহমানকে অভিনন্দন জানিয়ে নাতি-নাতনির চিঠি

পাশাপাশি ‘দাদু’র অর্জনে প্রিয় ‘বুবু’র অবদানের স্বীকৃতি দিয়ে চিঠিতে বলা হয়, ‘বুবু তোমাকে ধন্যবাদ, পেছনে থেকে নীরব ভূমিকা পালন করার জন্য এবং কীভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে তা বোঝার জন্য। ’

১৭ ফেব্রুয়ারি (সোমবার) লেখা এ চিঠিটি বাংলাদেশে নিয়ে আসেন সুফি মিজানুর রহমানের ছেলে পিএইচপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইকবাল হোসেন চৌধুরী ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।