রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে নগরের জিইসিতে হোটেল পেনিনসুলায় আওয়ামী লীগের নগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটির নেতাদের সঙ্গে এ বৈঠক শুরু হয়। বিকেল সাড়ে ৫টার দিকে শুরু হওয়া বৈঠক রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল।
সূত্র জানিয়েছে, বৈঠকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত রয়েছেন।
এছাড়াও চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতারা উপস্থিত রয়েছেন।
সূত্র জানিয়েছে, আসন্ন চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও দলীয় সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে করণীয় নির্ধারণ, দলীয় কোন্দল নিরসন ও সাংগঠনিক বিষয় নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
এসকে/টিসি