ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি ছাত্রীকে উত্ত্যক্ত, ছাত্রের এক মাসের কারাদণ্ড

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, মার্চ ২, ২০২০
চবি ছাত্রীকে উত্ত্যক্ত, ছাত্রের এক মাসের কারাদণ্ড কারাদণ্ড পাওয়া শিক্ষার্থী প্রবীর ঘোষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে চবি শিক্ষার্থী প্রবীর ঘোষকে।

রোববার (১ মার্চ) রাত ১০টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে তিনি বাংলানিউজকে বলেন, উভয় পক্ষের বক্তব্য শোনার পর বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ (৫০৯) ধারা অনুযায়ী এ রায় দেওয়া হয়েছে।

 

ইভটিজিংয়ে অভিযুক্ত শিক্ষার্থী প্রবীর ঘোষ চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। ভুক্তভোগী ছাত্রী চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই বর্ষের শিক্ষার্থী।

 

ভুক্তভোগীর সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ চার বছর ধরে প্রবীর ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্নভাবে ভুক্তভোগীকে উত্ত্যক্ত করেছে। ইতোপূর্বে বিভিন্ন হুমকি দেওয়া হয়।

রোববার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অনুষ্ঠান শেষে রাত ৯টায় বাসায় ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় রুটে পিছন থেকে এসে প্রবীর ঘোষ তাকে রং মেখে দেয়। এ সময়  ভুক্তভোগীর সহপাঠীরা উত্ত্যক্তকারীকে ধরে পুলিশ বক্সে নিয়ে যান। পরে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে অভিযুক্তকে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।