ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চীন থেকে বন্দরে এলো কনটেইনার জাহাজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
চীন থেকে বন্দরে এলো কনটেইনার জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘কেপ ওরিয়েন্ট’। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: করোনা ভাইরাসের প্রভাবে বেশ কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর চীনের সমুদ্রবন্দরগুলো চালু হয়েছে। এরপর সাংহাই ছেড়ে আসা একটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কনটেইনারবাহী জাহাজ ‘কেপ ওরিয়েন্ট’ বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ানো হয়।

সূত্র জানায়, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে জাহাজটি চীনের সাংহাই থেকে রওনা দেয়।

২৯ ফেব্রুয়ারি জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে (বঙ্গোপসাগরে) পৌঁছে। এরপর জাহাজটি স্বাস্থ্য বিভাগের বিশেষ টিম পরিদর্শন করে।
এ সময় নাবিকদের করোনা ভাইরাসের লক্ষণ আছে কিনা পরীক্ষা করা হয়। সর্বশেষ জাহাজটি বন্দরের মূল জেটিতে আনা হয়। ১৮৫ মিটার লম্বা, ৮ দশমিক ৩৫ মিটার ড্রাফটের এ জাহাজে ১ হাজার ১০০ টিইইউস (২০ ফুট দীর্ঘ) কনটেইনারে তৈরি পোশাক শিল্পের বিভিন্ন ধরনের কাপড়, ক্যাপিটাল মেশিনারিজ ও রাসায়নিক পণ্য রয়েছে।

জাহাজটির শিপিং এজেন্ট হুন্দাই মার্চেন্ট মেরিন কম্পানি। এ প্রতিষ্ঠানের ৫টি কনটেইনার জাহাজ চীনের সাংহাই ও নিমবো বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন করে। ইতিমধ্যে তিনটি জাহাজই পণ্য নিয়ে রওনা দিয়েছে। ‘কেপ ওরিয়েন্ট’ সেগুলোর একটি।  

চট্টগ্রাম বন্দরে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা মোতাহার হোসেন বাংলানিউজকে বলেন, কোনো জাহাজ চীনের সমুদ্রবন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে এলেই আমরা নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করছি। প্রয়োজনে বহির্নোঙরে গিয়ে পরীক্ষা করছি। এরপর ক্লিয়ারেন্স দিলেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পাইলট গিয়ে জাহাজটি মূল জেটিতে আনেন। কেপ ওরিয়েন্ট জাহাজের নাবিকদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।    

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।