ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে ৪ যাত্রীর ১৩ লাখ টাকার সিগারেট জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
শাহ আমানতে ৪ যাত্রীর ১৩ লাখ টাকার সিগারেট জব্দ জব্দকৃত ৬৪৫ কার্টন সিগারেট।

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ৪ যাত্রীর ৬৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। এসব সিগারেটের বাজার মূল্য ১২ লাখ ৯০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে তারা চট্টগ্রাম আসেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদ থাকায় এনএসআই, কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা নজরদারি বাড়ান।

এ সময় ফটিকছড়ির মোহাম্মদ হোসেনের কাছ থেকে ২৯০ কার্টন, ডবলমুরিংয়ের মোহাম্মদ বদিউল আলমের কাছ থেকে ৯৫ কার্টন, লোহাগাড়ার মোহাম্মদ মিনহাজুর রহমানের কাছ থেকে ১৯০ কার্টন ও কক্সবাজারের চকরিয়ার মোহাম্মদ এনামুল হকের কাছ থেকে ৭০ কার্টন সিগারেট পাওয়া যায়।

এ সময় দুইজন যাত্রীর কাছ থেকে ২টি ২৪ ক্যারেটের ২৩৪ গ্রাম ওজনের স্বর্ণের বারও আটক করা হয়।

জব্দ করা সিগারেট ও স্বর্ণের বার আইন অনুয়ায়ী ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।